মোদির সম্ভাব্য মন্ত্রিসভা: আজ কতজন শপথ নিতে পারেন
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি আজ রোববার শপথ নেবেন। আজ তিনি ছাড়াও ২৭ থেকে ৩০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আজ যাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাঁদের এক-তৃতীয়াংশ আসতে পারেন বিজেপির মিত্রদের মধ্য থেকে।
ভারতের রাষ্ট্রপতি ভবনে আজ স্থানীয় সময় সন্ধ্যায় শপথ অনুষ্ঠান হবে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে লাইভমিন্টের খবরে বলা হয়, পুরো মন্ত্রিসভা আজ শপথ নেবে না। ৩০ জন আজ শপথ নিতে পারেন। আর পূর্ণ মন্ত্রিসভার আকার ৭৮-৮১ জনে গিয়ে দাঁড়াতে পারে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠান সামনে রেখে নয়াদিল্লিতে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছে। যাঁরা মন্ত্রসভায় স্থান পেতে যাচ্ছেন, তাঁদের এই চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হচ্ছে দলটিকে। গত শুক্রবার মোদিকে সরকার গঠনের অনুমতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।