প্রথম বিদেশ সফরে কোন দেশে যাচ্ছেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ইতালি যাবেন।
ইতালির ফাসানোতে ১৩ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হবে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক জোট জি-৭ শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে যোগ দেবেন মোদি।
ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়, গত দুই মেয়াদে নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যে সম্পর্ক গড়েছেন, এবার তার আরও উন্নতি চান।
জি–৭–এর ৫০তম সম্মেলনকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছেন মোদি।
এবারের জি–৭ সম্মেলনে একদিকে পশ্চিমাদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব এবং অন্যদিকে চীন-রাশিয়ান জোটের ক্রমবর্ধমান উত্থানের বিষয়টি তুলে ধরা হবে। এটি ভারতীয় কূটনীতির জন্য বড় ধরনের নতুন সুযোগের পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।
আগামী মাসের শুরুতে মোদি সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান সফর করবেন।