ভারতে উজরা জেয়ার সফরে আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্ব
দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গতকাল সোমবার বৈঠক করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে। সন্ধ্যায় টুইট করে সেই বৈঠকের খবর জানান উজরা জেয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদিও সন্ধ্যা পর্যন্ত এই সফর, বৈঠক ও তাঁর আলোচ্যসূচি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিবৃতিও দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সফর শুরুর সময় জানিয়েছিলেন, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলা, মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গতকাল পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর টুইটেও তিনি তারই ইঙ্গিত দেন। ‘মুক্ত ও অবাধ ভারত–প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র, আঞ্চলিক স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের প্রচেষ্টার মধ্য দিয়ে সম্পর্ক জোরদার করা’ নিয়েই যে তাঁদের কথা হয়েছে, টুইটে তা তিনি বলেন। আজ মঙ্গলবার উজরা ও তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ সফর শুরু করবেন। তার আগে ভারতের নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে তাঁদের আলোচনা করলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঐতিহাসিক’ সফরের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার এই প্রথম ভারত সফর। জানা গেছে, পররাষ্ট্র সচিবের সঙ্গে উজরা জেয়ার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ এসে থাকতে পারে। উজরা জেয়ার টুইটে সেটার ইঙ্গিত রয়েছে। উজরা জেয়া তাঁর টুইটে ‘আঞ্চলিক স্থিতিশীলতার’ যে উল্লেখ করেছেন, তাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার ইঙ্গিত মেলে। বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার স্বার্থে সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং মৌলবাদের আশঙ্কার বিষয়গুলো প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় আলোচিত হয়েছে।
ভারতের গণতন্ত্র, সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়ে তাঁকে প্রশ্নও করা হয়েছিল। নির্দিষ্টভাবে কোনো পক্ষ এ বিষয়েও কিছু জানায়নি। যদিও উজরার টুইটে ‘বেসামরিক নিরাপত্তার’ বিষয়টি উল্লিখিত।
উজরা জেয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সঙ্গেও আলাদা বৈঠক করেন।
উজরা জেয়ার সঙ্গে ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। গতকাল তাঁরা ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেট্টির সঙ্গে বৈঠক করেন। তা ছাড়া বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ‘ডাইভারসিটি, ইকু্ইটি, ইনক্লুশন অ্যান্ড অ্যাকসেসিবিলিটি কাউন্সিল’ (ডিইআইএ)–এর সদস্যদের সঙ্গে।