ভারতের এনডিটিভিকে কিনতে চান মোদিঘনিষ্ঠ গৌতম আদানি

গৌতম আদানি
এএনআই ফাইল ছবি

ভারতের জনপ্রিয় সংবাদ প্রচারমাধ্যম হিসেবে পরিচিত নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) মালিকানা কিনতে চাইছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ১৩৫ বিলিয়ন ডলার। আদানিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঘনিষ্ঠ বলেও মনে করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানি এনডিটিভির অধিকাংশ শেয়ার কিনতে চাইছেন। এনডিটিভি বলছে, কোম্পানির প্রতিষ্ঠাতাদের সঙ্গে কোনো কথোপকথন বা সম্মতি ছাড়াই এ ধরনের প্রস্তাবের কথা উঠেছে। তবে আদানির এনডিটিভি কেনার আগ্রহের বিষয়টি ভারতে অনেকের মনোযোগ কেড়েছে। কারণ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

গত মঙ্গলবার আদানি গ্রুপের একটি বিভাগ এজিএম মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল) এক বিবৃতিতে জানায়, তারা এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারের মালিক আরআরপিআর হোল্ডিংকে কেনার পরিকল্পনা করছে। তবে এর জন্য কী পরিমাণ অর্থ খরচ করছে, তা প্রকাশ করা হয়নি। এএমএনএল আরও জানায়, তারা এনডিটিভির আরও ২৬ শতাংশ মালিকানা কেনার জন্য প্রস্তাব উন্মুক্ত রাখছে। তাদের প্রস্তাব যদি কেউ গ্রহণ করে, তবে এনডিটিভির অধিকাংশ মালিকানা চলে যাবে আদানি গ্রুপের কাছে।

এএমএনএলের প্রধান নির্বাহী সঞ্জয় পুগালিয়া বলেন, এনডিটিভির কেনার প্রক্রিয়া শেষ হলে বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে নতুন যুগের মিডিয়ার পথ প্রশস্ত করার লক্ষ্যে এএমএনএলের যাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক হবে।

এনডিটিভি বলেছে, গত মঙ্গলবার তারা আদানির উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছে।

এনডিটিভি গ্রুপটি তিনটি চ্যানেল এবং নিউজ ওয়েবসাইট পরিচালনা করে। বিবিসির ভারতীয় ব্যবসাবিষয়ক প্রতিনিধি অর্চনা শুক্লার বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের টেলিভিশন সংবাদ বাজার করপোরেট প্রতিষ্ঠানের দখলে গেলেও এনডিটিভি সে পথে হাঁটেনি।

সাংবাদিক রাধিকা রায় ও প্রণয় রায় এনডিটিভি প্রতিষ্ঠা করেন। ভারতের যে কয়টি মিডিয়া গ্রুপ মোদির সরকারের নীতির সমালোচনা করে থাকে, তার মধ্যে এনডিটিভিকে অন্যতম হিসেবে দেখা হয়।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে এনডিটিভির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং ও ট্যাক্স ফাঁকির মতো অভিযোগও রয়েছে। ভারতের তদন্ত সংস্থা এনফোর্স ডিরেক্টটরেট (ইডি) ও আয়কর বিভাগ এর প্রতিষ্ঠাতা ও সম্প্রচারকদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। অধিকাংশ মামলা এখনো সমাধান হয়নি।

বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার জন্য এনডিটিভির সমালোচনা করা হয়েছে। বিজেপি প্রতিনিধিরা মাঝেমধ্যে এনডিটিভির সম্পাদকীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাক্ষাৎকার ও প্যানেল আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদি এনডিটিভিকে সাক্ষাৎকার দেননি।

এখন মোদিঘনিষ্ঠ গৌতম আদানি এনডিটিভিকে কিনতে চাওয়ায় তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য প্রসারিত করার চেয়ে অন্য কোনো পরিকল্পনায় আছে কি না, সে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন