পান্নুন হত্যা ষড়যন্ত্র: ভারতীয় এক নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ‘অনামী’ এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ভারত সরকার নিযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। গত বুধবার ওই কমিটির প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
মার্কিন নাগরিক শিখ সম্প্রদায়ের খালিস্তান আন্দোলনের নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয় নাগরিকের জড়িত থাকার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র সরকার। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত সরকার ২০২৩ সালের নভেম্বরে এক উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে।
ওই কমিটির দায়িত্ব ছিল, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদী সংগঠন ও মাদক কারবারিদের বিরুদ্ধে তদন্ত করা। সরকার মনে করে, ওই ধরনের অপরাধ ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশেরই নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।
সরকারি বিবৃতিতে বলা হয়, দীর্ঘ তদন্ত শেষে ওই কমিটি সরকারের কাছে প্রতিবেদন পেশ করেছে। তাতে এক ‘অনামী’ ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর সুপারিশ করা হয়েছে। কমিটি চায়, দ্রুত সেই প্রক্রিয়া শুরু ও শেষ হোক।
কমিটির প্রতিবেদনে যাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁর নাম উল্লেখ করা হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ওই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ এনেছিল বিকাশ যাদবের বিরুদ্ধে, যিনি সেই সময় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের (র) সঙ্গে যুক্ত ছিলেন।
গত বছরের অক্টোবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভারতের আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মরত কর্তা বিকাশ ‘র’-এ প্রেষণে ছিলেন। পরে বিকাশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতিবেদন এমন এক সময়ে পেশ করা হলো, যখন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন বিদায়ের মুখে এবং সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ভারত সফরের কিছুদিন পর।
ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছিল জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডা সরকারও। অভিযোগ ছিল সে দেশের খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার। ভারত সেই অভিযোগ আমলে নেয়নি। কানাডা সরকারকে ভারত বলেছিল তাদের হাতে অভিযোগের তথ্যপ্রমাণ তুলে দিতে। দিল্লির অভিযোগ, সেই প্রমাণ ভারতকে দেওয়া হয়নি।