শাড়ি পরে প্রার্থনায় কঙ্গনা, মান্ডি আসনে কী অবস্থা তাঁর
লোকসভার মান্ডি আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।
মান্ডি আসনটি হিমাচল প্রদেশে অবস্থিত। এই আসনে কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং।
আলোচিত-সমালোচিত বলিউড তারকা কঙ্গনা রনৌত এবারই প্রথম লোকসভা নির্বাচনে লড়েছেন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। বেলা সাড়ে ১১টার তথ্য অনুযায়ী, ভোট গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, কঙ্গনা রনৌত ২ লাখ ২৫ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। এই সময় পর্যন্ত তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩১ হাজার ৯২ ভোটে এগিয়ে ছিলেন।
একই সময় নাগাদ কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের পাওয়া ভোট ছিল ১ লাখ ৯৪ হাজার ৫৬২।
ভোটের ফলাফল সামনে রেখে কঙ্গনা রনৌতের প্রার্থনার ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। তিনি শাড়ি পরে প্রার্থনায় অংশ নেন। সনাতন ধর্মে দেবতা গণেশের মূর্তির সামনে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কঙ্গনা রনৌত আজ বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গেও কথা বলেছেন। বলেছেন, তিনি তাঁর ‘জন্মভূমি’ হিমাচল প্রদেশেই থাকবেন। তিনি এখানকার মানুষের সেবা করে যাবেন। তিনি কোথাও যাচ্ছেন না। তবে সম্ভবত অন্য কাউকে তাঁদের ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে। তিনি কোথাও যাচ্ছেন না।
এবার সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।