যৌথ সামরিক মহড়ায় রাশিয়ায় ভারতীয় সেনা দল, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
এক সপ্তাহের সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীর একটি সেনা দল। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ মুহূর্তে রাশিয়ার সঙ্গে মহড়ায় অংশগ্রহণকারী যেকোনো দেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন—ওয়াশিংটনের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানোর কয়েক দিনের মাথায় ভারতের পক্ষ থেকে এমন ঘোষণা এল। খবর রয়টার্সের
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সেনাবাহিনীর একটি দল মহড়াস্থলে পৌঁছেছে এবং পরবর্তী সাত দিন যৌথ মহড়া চলবে। এসব মহড়ার মধ্যে আছে যৌথ প্রশিক্ষণ মহড়া, যুদ্ধসংক্রান্ত আলোচনা ও গোলা নিক্ষেপের মহড়া।
ভারত সরকার বলছে, অন্য দেশগুলোর পাশাপাশি তাদের বাহিনীগুলো নিয়মিত রাশিয়ায় বহুমুখী মহড়ায় অংশ নিচ্ছে। রাশিয়াই ভারতে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে।
ইউক্রেনে রুশ অভিযান চলার মধ্যে গত জুলাইয়ের শেষের দিকে মস্কো ঘোষণা দেয়, তারা দেশের পূর্বাঞ্চলে ভস্তক (পূর্ব) মহড়া চালাবে। ভারত ছাড়াও আরও যেসব দেশ রাশিয়ার সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে, সেগুলো হলো চীন, বেলারুশ, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান।
সাম্প্রতিক বছরগুলোয় ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে রাশিয়ায় ভারতীয় সেনাদের মহড়ায় অংশগ্রহণ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে মঙ্গলবার বলেছেন, রাশিয়া যখন বিনা উসকানিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, তখন দেশটির সঙ্গে মহড়ায় অংশগ্রহণকারী যে কাউকে নিয়েই যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে অবশ্যই অংশগ্রহণকারী প্রতিটি দেশ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে।
এর আগে ২০১৮ সালে বড় আকারে ভস্তক মহড়া হয়েছিল। প্রায় তিন লাখ সেনা মহড়ায় অংশ নিয়েছিলেন। ২০১৮ সালেই প্রথম ওই মহড়ায় অংশ নেয় চীনা সেনাবাহিনী।