যৌন হয়রানির অভিযোগ: রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফুটেজ দেখানো হয়। এ সময় বিভিন্ন পেশার ১০০ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
আজ রাজভবনের উত্তর গেটে স্থাপন করা দুটি সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ দেখানো হয় তিনটি ধাপে। প্রথমটির ফুটেজ দেখানো হয় ঘটনার দিন বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৫টা ৪২ মিনিট পর্যন্ত, দ্বিতীয়টি দেখানো হয় ৫টা ৪২ মিনিট থেকে ৬টা ৩২ মিনিট পর্যন্ত আর তৃতীয়টি দেখানো হয় ৬টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিট পর্যন্ত।
ফুটেজে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারী নারীকে রাজভবনের গেট পেরিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একটু পরে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে প্রবেশ করতে দেখা যায়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন তিনি। তবে কক্ষের কোনো ফুটেজ প্রকাশ্যে আনেনি রাজভবন। এ ছাড়া কনফারেন্স কক্ষেরও কোনো ফুটেজ দেখানো হয়নি।
গতকাল বুধবার বিকেলে এক্স বার্তায় রাজভবন জানায়, আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। এ আয়োজনে ১০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। আজ ফুটেজ দেখতে কলকাতা, বর্ধমান, কোচবিহার, আসানসোল ও আলিপুরদুয়ার থেকে অনেকে নাম নথিভুক্ত করেছিলেন। আর আয়োজনের নাম রাখা হয়েছে ‘সাচ কা সামনা’, যার বাংলা অর্থ—‘সত্যের মুখোমুখি হওয়া’।
রাজভবন বলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে না। এ প্রসঙ্গে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, বাংলার জনগণের আদালতে নিজের বিচার চান তিনি।
অভিযোগকারী নারী রাজ্যপালের কার্যালয় রাজভবনের চুক্তিভিত্তিক কর্মী। ২ মে ওই নারী অভিযোগ করেন, রাজ্যপাল দুবার তাঁর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। ইতিমধ্যে পুলিশ তাঁর বিস্তারিত জবানবন্দি নিয়েছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, কয়েক কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট করে ওই নারীকে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। তাঁরা ওই নারীর মালামাল ছিনিয়ে নিয়েছিলেন এবং তিনি যেন পুলিশকে বিষয়টি না জানাতে পারেন, সে জন্য ভবনের ভেতরে আটকে রাখার চেষ্টা করেন।
এ ঘটনার নিন্দা জানিয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন রাজ্যপাল, কিন্তু তাতে থামেননি তৃণমূলের নেতারা। তাঁদের দাবি, ওই দিনের রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। এর পরই আজ সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনা হলো।
সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে পশ্চিমবঙ্গে আসেন ২০২২ সালের ২৩ নভেম্বর। এখন তাঁর বয়স ৭৩ বছর। তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো নয়। তৃণমূল সব সময় রাজভবনকে বিজেপির কার্যালয় হিসেবে অভিযুক্ত করে আসছে।