পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির এবং বাবরি মসজিদ ও রামমন্দির নির্মাণের পাল্টাপাল্টি ঘোষণা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁয়ে) ও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরফাইল ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্র দীঘা সমুদ্রসৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির নির্মাণ করছেন। এ জন্য খরচ হচ্ছে ২৫০ কোটি রুপি।

বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী ওই জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি দেখতে যান। সেখানে তিনি নির্মাণাধীন মন্দির পরিদর্শন করে ঘোষণা দেন, আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।

সরকারি অর্থে মন্দির করার সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সরকারি অর্থে কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। মমতা যেটা করছেন, সেটা বেআইনিভাবে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ‘বাবরি মসজিদের’ আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। মুর্শিদাবাদেই এ মসজিদ তৈরি করা হবে। ২০২৫ সালে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পরিপ্রেক্ষিতে বুধবার মুর্শিদাবাদে অযোধ্যার ধাঁচে একটি রামমন্দির তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। বঙ্গীয় হিন্দু সেনা এ ঘোষণা দেয়।