আখাউড়া থেকে আগরতলায় শিগগিরই ট্রেন চলবে: মোদি

ত্রিপুরার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি। পাশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
ছবি: এএনআই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কিছুদিনের মধ্যেই আগরতলা ও আখাউড়ার মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। আজ সোমবার বিকেলে ত্রিপুরার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, ত্রিপুরার রেল যোগাযোগব্যবস্থায় ব্যাপক অগ্রগতি হয়েছে। আগরতলা ও আখাউড়ার মধ্যে রেলের যে প্রকল্প ছিল, তা খুব শিগগির শেষ হবে। ভারতের তরফে কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের তরফেও দ্রুত কাজ হচ্ছে।

ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ চলছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলসহ গোটা অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রসঙ্গে তিনি অতীতে প্রতিশ্রুত ‘হিরা মডেলের’ কথা মনে করিয়ে দেন। হিরার (এইচআইআরএ) অর্থ হচ্ছে সড়ক, ইন্টারনেট, রেল ও বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণ। এ ‘হিরা মডেল’ ত্রিপুরায় বাস্তবায়িত হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

সোমবারের সমাবেশে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটকে আক্রমণ করলেও, আদিবাসী প্রধান দল তিপ্রা মথা নিয়ে কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলেননি প্রধানমন্ত্রী। গত শনিবারের নির্বাচনী জনসভায় তিনি তিপ্রা মথাদের নিয়ে পরোক্ষভাবে কথা বলেন।

এ নিয়ে গত ৭২ ঘণ্টায় দুবার উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পা রাখলেন মোদি। শনিবার তিনি দুটি সভা করেছিলেন। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন হবে। তিনটি রাজ্যে নির্বাচন শেষে আগামী ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে সোমবার আগরতলায় নির্বাচনী জনসমাবেশ করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি দলের জন্য ত্রিপুরাবাসীর কাছে ভোট চান।

আরও পড়ুন

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা অতীতে কংগ্রেস, ফ্রন্ট ও বিজেপিকে সুযোগ দিয়েছেন। এবার আমাদের একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, কখনো আপনাদের ছেড়ে যাব না। সুখের সময় থাকতে না পারি; কিন্তু দুঃখের সময় সব সময় আপনাদের পাশে থাকব।’