বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি, কলকাতায় গ্রেপ্তার এক
জঙ্গিগোষ্ঠী আল–কায়দার নাম করে একটি ই-মেইল বার্তায় কেউ একজন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পাটনার দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। ওই হুমকি পাওয়ার পর ২ আগস্ট পাটনার সচিবালয় থানায় একটি এফআইআর করা হয়।
ঘটনার তদন্তে নেমে পাটনা পুলিশ জানতে পারে, কলকাতা থেকে হুমকি দেওয়া ওই ই-মেইল পাঠানো হয়েছিল। এরপর পাটনা পুলিশের একটি দল চলে যান কলকাতায়।
কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে তদন্তের পর গত সোমবার নগরীর বউবাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তি বিহারের বাসিন্দা ও বিহারের বেগুসরাইতে বসবাস করেন। তিনি কলকাতার বউবাজার এলাকায় একটি পানের দোকান চালান। গত ১৬ জুলাই তাঁর মুঠোফোন থেকেই হুমকি দেওয়া ই-মেইলটি পাঠানো হয়।
এ বিষয়ে পাটনার শীর্ষ পুলিশ কর্মকর্তা রাজীব মিশ্র গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যে মুঠোফোনের মাধ্যমে ওই হুমকি মেইল পাঠানো হয়েছিল, সেই মুঠোফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে পাটনায় নিয়ে জেরা করবে বিহার পুলিশ। এ ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সংযোগ আছে কি না, তা–ও তদন্ত করে দেখবে পাটনার পুলিশ।
বিহারের মুখ্যমন্ত্রী সংযুক্ত জনতা দল বা জেডিএসের নেতা নীতীশ কুমার। জেডিএস ভারতের কেন্দ্রীয় সরকারের এনডিএ জোটের অংশ।