মোদিকে হত্যার হুমকি দিয়ে বিজেপি দপ্তরে চিঠি
ভারতের কেরালা রাজ্যে আগামী সোমবার সফরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের এ সফর শুরুর আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে হুমকি দেওয়া হয়েছে, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নরেন্দ্র মোদিকে হত্যা করা হবে।
আল–কায়েদার পাঠানো এই চিঠি নিয়ে তদন্তে নেমেছে ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। মালায়ালাম ভাষায় লেখা চিঠিটি গত সপ্তাহে বিজেপির কেরালা রাজ্যের সভাপতিকে সুরেন্দ্রনের দপ্তরে পাঠানো হয়। পরে চিঠিটি তিনি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এন কে জনি নামে এক ব্যক্তির নামে কোচি থেকে এই চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদিকেও। রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল।
তবে এই চিঠি পাঠানোর কথা পুলিশের কাছে অস্বীকার করেছেন এন কে জনি। তাঁর ভাষ্য, তিনি এই চিঠি পাঠাননি। তাঁর নাম ব্যবহার করে অন্য কেউ তা পাঠিয়ে থাকতে পারে। তিনি দাবি করেন, মোদিকে হত্যার হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়ে হয়তো তাঁকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছেন।
সাংবাদিকদের জনি বলেন, বাড়িতে পুলিশ এসেছিল। একটি চিঠি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। হাতের লেখা মিলিয়ে দেখেছে। কিন্তু এই চিঠি পাঠানোর পেছনে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ক্ষোভ আছে, এমন কেউ এই কাজ করে থাকতে পারেন। আমি পুলিশকেও এই কথা জানিয়েছি।
এদিকে কেরালায় বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন পুলিশের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, কেরালা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিভিআইপি নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই রাজ্যে ধর্মীয় চরমপন্থী দলগুলো খুব শক্তিশালী এবং সক্রিয়। এ পরিস্থিতিতে সরকারপ্রধানের নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হওয়া গ্রহণযোগ্য নয়।