কলকাতা বইমেলায় স্টল করার অনুমতি পেল না বিশ্বহিন্দু পরিষদ

কলকাতা বইমেলায় প্রায় প্রতিদিন থাকে মানুষের ভিড়। গত বছরের (২০২৪) বইমেলায় তোলাপ্রথম আলো ফাইল ছবি

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় এবার বইয়ের স্টল করার অনুমতি পেল না বিশ্বহিন্দু পরিষদ। ২০১১ সাল থেকে তারা বইমেলায় স্টল দিয়ে আসছিল। আবেদন যথাযথভাবে করা হয়নি—এ কারণ দেখিয়ে মেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড স্টল করার জন্য বিশ্বহিন্দু পরিষদ অনুমতি দেয়নি।

স্টল বরাদ্দের জন্য শেষ পর্যন্ত বিশ্বহিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়। তবে গতকাল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিশ্বহিন্দু পরিষদের আবেদন খারিজ করে দেন। এর আগে এপিডিআর বা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বিশ্বহিন্দু পরিষদকে স্টল না দেওয়ার প্রতিবাদ করে হাইকোর্টের শরণাপন্ন হলেও সেই আবেদনও খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট।

বিচারপতি তাঁর নির্দেশে বলেছেন, সঠিক পদ্ধতি মেনে হাইকোর্টে বিশ্বহিন্দু পরিষদ আবেদন না করায় হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। যেহেতু আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড একটি বেসকারি সংস্থা, সেহেতু মামলা করার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এবার কলকাতা বইমেলায় বিশ্ববিন্দু পরিষদের স্টল পাওয়ার আবেদনের ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি হয়ে গেল।

গিল্ডের আইনজীবী হাইকোর্টে দাবি করেছেন, বিশ্বহিন্দু পরিষদ নিজেরা বইপ্রকাশ করে না। তারা ‘বিশ্বহিন্দু বার্তা’ নামের প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বই এনে স্টল দিয়ে আসছে। গিল্ড মূলত প্রকাশনা সংস্থাকেই বইমেলায় স্টল বরাদ্দ করে আসছে।

কলকাতার বইমেলায় এবারের থিম কান্ট্রি জার্মানি। বইমেলা শুরু ২৮ জানুয়ারি। শেষ ৯ ফেব্রুয়ারি। আসন্ন কলকাতা বইমেলার এবার যোগ দিচ্ছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনাসহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকেরা। যোগ দিচ্ছে না বাংলাদেশ। গতবারের এই বইমেলা দেখেছেন ২৭ লাখ বইপ্রেমী। আর বই বিক্রি হয়েছিল ২৩ কোটি রুপি।

এ বছর কলকাতা বইমেলা পা দেবে ৪৮ বছরে। এ বইমেলা শুরু হয়েছে ১৯৭৬ সাল থেকে। এবারও মেলা বসবে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলার নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে। এই বইমেলায় গত বছর বাংলাদেশ প্যাভিলিয়ন গড়া হয়েছিল ইউনেসকো স্বীকৃত ঢাকার রিকশার চিত্রকলা নিয়ে। সেরা প্যাভিলিয়নের পুরস্কারও পেয়েছিল বাংলাদেশ।

কলকাতা বইমেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আজ গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে প্রথম আলোকে বলেছেন, গত বছর মেলায় যোগ দিয়েছিল ১ হাজার ৫০টি প্রকাশনা সংস্থা।