শাহরুখপুত্র নিয়ে চুপ, মমতাকে একহাত নিলেন রাজ্য কংগ্রেস সভাপতি
বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদকসংশ্লিষ্ট অভিযোগে সপ্তাহখানেক ধরে কারাগারে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল আরিয়ানের পক্ষ নিয়েছে। কিন্তু বলিউড বাদশাহর দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। আর এতেই তাঁর ওপর খেপেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী।
সোমবার বহরমপুরে গান্ধীমূর্তির পাদদেশে কংগ্রেস আয়োজিত এক প্রতিবাদ সভায় অধীর চৌধুরী বলেন, কেন মমতা শাহরুখপুত্র নিয়ে নিশ্চুপ? কেন কোনো কথা বলছেন না? তিনি আরও বলেন, ‘শাহরুখ খানের পরিবারের বিরুদ্ধে অন্যায় হচ্ছে।
আরিয়ানকে মিথ্যাই ফাঁসানো হচ্ছে। এর প্রতিবাদে এবার কিছু বলুন মুখ্যমন্ত্রী। এত দিন তো শাহরুখ খানকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। আজ কেন নিশ্চুপ?’
অধীর চৌধুরীর এই বক্তব্যের পেছনে কারণও রয়েছে। শাহরুখ খান মমতাকে বড়গলায় দিদি বলে ডাকেন। দিদির ডাক পেলেই ছুটে আসেন কলকাতায়; বলেন, বাংলা তাঁর ভালোবাসার স্থান। শুধু তাই নয়, শাহরুখকে পশ্চিমবঙ্গের ব্রান্ড অ্যাম্বাসেডরও করেছেন মুখ্যমন্ত্রী মমতা। প্রতিবছর কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় আসেন শাহরুখ।
অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। সব মিলিয়ে কলকাতার সঙ্গে শাহরুখের অন্য রকম একটা সম্পর্ক। অথচ তাঁর ছেলে আরিয়ান খানের গ্রেপ্তার নিয়ে মমতা নিশ্চুপ।
ওই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্য তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছেন, ‘অধীর চৌধুরী বোকার মতো কথা বলছেন। এটা শাহরুখ খানের ব্যক্তিগত সমস্যা। এর সঙ্গে কোনো রাজনীতি নেই। এ জন্য কেন আমাদের নেত্রীর (মমতা) মুখ খুলতে হবে?’
তাপস রায় আরও বলেন, কংগ্রেসের নেতারাও আগে এ ধরনের সংকটে পড়েছিলেন, তখন কি অন্য কংগ্রেস নেতারা মুখ খুলেছিলেন?