প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দুর্নীতি বন্ধের ঘোষণা লুলার

শপথগ্রহণ অনুষ্ঠানে লুলা দা সিলভা আসেন কালো রোলস রয়েস গাড়িতে করে
ছবি: এএফপি

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুলা দা সিলভা। এর মধ্য দিয়ে রোববার তৃতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেন তিনি। শপথ গ্রহণের পর লুলার প্রতিশ্রুতি, তিনি ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’, লড়বেন পরিবেশ আর দরিদ্রদের জন্য।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সী লুলা। কংগ্রেসের সামনে শপথ গ্রহণের পর তিনি বলেন, ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে তাঁর সরকার। একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের যে ঘাটতি আছে তা পূরণে চেষ্টা করা হবে। রুখে দেওয়া হবে ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন।

রোববার লুলার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লিঙ্গসমতা আনা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় আনা। তিনি বলেন, ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়তে চান।

শপথগ্রহণ অনুষ্ঠানে লুলা এসেছিলেন নীল স্যুট পরে, কালো রঙের রোলস রয়েস গাড়িতে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিন। শপথগ্রহণ শুরু হয় ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।

লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসোনারো। গত সপ্তাহে রাজধানী ব্রাসিলিয়ার বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ট্রাক রেখেছিলেন বলসোনারোর সমর্থকেরা। ঘটনাটি ব্রাজিলে ‘বিশৃঙখলার বীজ বপনের’ লক্ষ্যে ঘটানো হয়েছে বলে উল্লেখ করেছিলেন লুলা। এ ছাড়া বলসোনারোর সমর্থকেরা নির্বাচনের পর থেকেই  ব্রাজিলের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করে আসছিলেন।

এমন পরিস্থিতিতে রোববারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রায় ৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানের এলাকা থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ছুরি ও আতশবাজি নিয়ে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করেছিলেন।