বিশ্বের দীর্ঘকায় মানুষ জন্ম নেয় কোন কোন দেশে

কিছু কিছু দেশে এত লম্বা লম্বা মানুষদের বসবাস যে দেখলেই মনে হয়, এ যেন বাস্তব জীবনের দৈত্যদের আবাসভূমি। কখনো কী ভেবে দেখেছেন, কেন এসব দেশে এত লম্বা লম্বা মানুষের বসবাস?

এটি কেবল জিনগতভাবে কিংবা বাস্কেটবল খেলায় স্ল্যাম ডাঙ্ক শট দিয়ে বল ঝুড়িতে ফেলার মতো যথেষ্ট লম্বা হওয়ার বিষয় নয়। বরং নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষদের লম্বা হওয়ার ক্ষেত্রে পুষ্টি, জিনগত ও পরিবেশগত কিছু উপাদানের সমন্বিত ভূমিকা থাকে।

স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞানীদের বৈশ্বিক নেটওয়ার্ক এনসিডি রিস্ক ফ্যাক্টর বিশ্বের জনসংখ্যাবিষয়ক ৩ হাজার ৩০০টি জরিপের তথ্য একত্র করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং লন্ডনের ডব্লিউএইচও কোলাবোরেটিং সেন্টার অ্যাট ইম্পেরিয়াল কলেজের সহযোগিতায় কাজটি করেছে তারা। অত্যাধুনিক পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে প্রায় ২০ কোটি অংশগ্রহণকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে।

এর ভিত্তিতে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের শীর্ষ দেশগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে। অবশ্য তালিকার প্রায় সব দেশই ইউরোপের।

নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের পতাকা
ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসে পুরুষদের গড় উচ্চতা ১৮৩ দশমিক ৮ সেন্টিমিটার (৬ ফুট ০৩ ইঞ্চি)। এর মধ্য দিয়ে এটি বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যুরো ভুর দে স্তাতিসতিয়েকের (সিবিএস) জরিপ অনুসারে, নেদারল্যান্ডসের যেসব নাগরিক ২০০১ সালে জন্ম নিয়েছে, তাদের গড় উচ্চতা ১৯৮০ সালে জন্ম নেওয়া মানুষের চেয়ে ১ সেন্টিমিটার কম। আর মেয়েদের ক্ষেত্রে গড় উচ্চতা কমেছে ১ দশমিক ৪ সেন্টিমিটার। পরিসংখ্যানবিদদের ধারণা, উচ্চতা কমে যাওয়ার পেছনে অভিবাসনের ভূমিকা আছে।

মন্টেনিগ্রো

মন্টেনিগ্রোর পতাকা
ছবি: রয়টার্স

মন্টেনিগ্রোতে পুরুষের গড় উচ্চতা ১৮৩ দশমিক ৩৬ সেন্টিমিটার (৬ ফুট ০১ ইঞ্চি)। এর মধ্য দিয়ে এটি ইউরোপের অন্যতম লম্বা মানুষের দেশ হিসেবে খেতাব অর্জন করেছে আর লম্বা মানুষের দিক থেকে বিশ্বে এর অবস্থান দ্বিতীয়।

এস্তোনিয়া

এস্তোনিয়ার পুরুষের গড় উচ্চতা ৬ ফুট (১৮২ দশমিক ৮ সেন্টিমিটার)। এটি বাল্টিক অঞ্চলে অন্যতম লম্বা মানুষের দেশ।

বসনিয়া ও হার্জেগোভিনা

বসনিয়া ও হার্জেগোভিনায় পুরুষের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৯ ইঞ্চি (১৮২ দশমিক ৫ সেন্টিমিটার)। ইউরোপের এ দেশটিও বিশ্বের লম্বা পুরুষের দেশের তালিকায় নাম লিখিয়েছে।

আইসল্যান্ড

আইসল্যান্ডের পতাকা
ছবি: রয়টার্স

আইসল্যান্ডের পুরুষদেরও লম্বা হিসেবে বিবেচনা করা হয়। এখানকার পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৭ ইঞ্চি (১৮২ দশমিক ১ সেন্টিমিটার)। আইসল্যান্ডের নারীরাও বেশ দীর্ঘাকায়। তাদের গড় উচ্চতা ৫ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি (১৬৮ দশমিক ৮ সেন্টিমিটার)।

ডেনমার্ক

ডেনমার্কের পতাকা
ছবি: রয়টার্স

বিশ্বে লম্বা মানুষের তালিকায় নাম রয়েছে ডেনমার্কেরও। দেশটির পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৬ ইঞ্চি (১৮১ দশমিক ৯ সেন্টিমিটার)।

লাটভিয়া

লাটভিয়ায় পুরুষের গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৩ ইঞ্চি (১৮১ দশমিক ২ সেন্টিমিটার)। অন্যদিকে লাটভিয়ায় নারীদের গড় উচ্চতা ৫ ফুট সাড়ে ৬ ইঞ্চি (১৬৯ দশমিক ৭৯ সেন্টিমিটার)।

চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রে পুরুষের গড় উচ্চতা প্রায় ৫ ফুট ১১ দশমিক ৩ ইঞ্চি। সেখানকার নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৬ দশমিক ১ ইঞ্চি (১৬৮ সেন্টিমিটার)।

স্লোভেনিয়া

স্লোভেনিয়ার পতাকা
ছবি: রয়টার্স

চেক প্রজাতন্ত্রের মতো স্লোভেনিয়ায় পুরুষেরও গড় উচ্চতা ৫ ফুট ১১ দশমিক ৩ ইঞ্চি। আর স্লোভেনিয়ার নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৫ দশমিক ৮ ইঞ্চি (১৬৭ দশমিক ২ সেন্টিমিটার)।