হাঙ্গেরিতে নৌকা ডুবে প্রাণ গেল ৭ পর্যটকের, নিখোঁজ ২১
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দানিউব নদীতে নৌকা ডুবে সাত পর্যটকের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ জন। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে দেশটির পার্লামেন্ট ভবনের পাশে এই ঘটনা ঘটে। নিহত সবাই দক্ষিণ কোরীয় পর্যটক।
বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, ৩০ জন দক্ষিণ কোরীয় পর্যটক, তিনজন ভ্রমণ গাইড ও দুজন হাঙ্গেরীয় ক্রুসহ নৌকা করে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এরই মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে প্রচণ্ড বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যান্দ্রিয়ান পাল বলেন, সংঘর্ষের পর তৎক্ষণাৎ নৌকাটি ডুবে যায়।
উদ্ধার অভিযান দল বলছে, এখন কাউকে জীবিত উদ্ধার করার আশা ক্ষীণ। হাঙ্গেরির জরুরি সেবা কেন্দ্রের এক মুখপাত্র বলেন, নৌকা ডুবির পর সাতজনকে পানি থেকে টেনে তোলা হয়েছে।
এই ঘটনার পর অপরাধ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাত নাগরিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।