ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে রুশ হামলায় নিহত ব্রাজিলীয় মডেল

ইউক্রেনে রুশ হামলায় নিহত ব্রাজিলীয় নারী মডেল থালিতো দো ভ্যালে
ছবি: সংগৃহীত

পেশায় তিনি মডেল। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের বিনোদন জগতে বেশ পরিচিত মুখ। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হলে তিনি ইউরোপে পাড়ি জমান। ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেন। তবে আর নিজ দেশে ফেরা হলো না এই নারী মডেলের। সম্প্রতি ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে তাঁর। খবর এনডিটিভির।

আরও পড়ুন

ব্রাজিলীয় ওই নারী মডেলের নাম থালিতো দো ভ্যালে। বয়স ৩৯ বছর। ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে স্নাইপার হাতে তুলে নিয়েছিলেন তিনি। এর আগে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়েছেন এই নারী। এর আগে ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ডগলাস বুড়িগো (৪০) নামের অপর একজন ব্রাজিলীয়র মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

থালিতো দো ভ্যালে ইউক্রেনে তাঁর অবস্থান, সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধে অংশগ্রহণ নিয়ে নিয়মিত ইউটিউব ও টিকটকে ভিডিও আপলোড করতেন। ইরাকে লড়াই করার সময়ই তিনি স্নাইপার চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।

ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় খারকিভে দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। সেখানেই একটি বাংকারে অবস্থান করছিলেন থালিতো দো ভ্যালে। গত সপ্তাহে ওই বাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী। এতে নিহত হন ব্রাজিলের এই নারী।

আরও পড়ুন