অর্ধনগ্ন হয়ে জানালেন, ইউক্রেনে ধর্ষণ বন্ধ কর
ফ্রান্সের ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে এবার ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে প্রতিবাদ হয়েছে। কানে দেশটিতে নারীদের ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন শরীরে ইউক্রেনের পতাকা আঁকা একজন নারী। ওই নারী কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অর্ধনগ্ন (টপলেস) হয়ে এই প্রতিবাদ জানিয়েছেন। তাঁর শরীরে রং দিয়ে লেখা ছিল ‘আমাদের ধর্ষণ বন্ধ করুন’।
নিউইয়র্ক পোস্ট, জি নিউজ ও এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘটনা ঘটে। এ সময় উৎসবে জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমার প্রিমিয়ার চলছিল। পরে ওই নারীকে লালগালিচা থেকে সরিয়ে নেওয়া হয়।
এর আগে ১৭ মে সাবেক অভিনেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে ভার্চ্যুয়াল বক্তব্য দিয়েছিলেন। জেলেনস্কি গত মাসে বলেছিলেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের শত শত নারী ধর্ষণের শিকার হওয়ার তথ্য আছে তদন্তকারীদের কাছে। রুশ সেনাদের কাছ থেকে ছোট ছোট শিশুরাও রক্ষা পায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হঠাৎ ওই নারী চলে আসেন। এরপর তিনি শরীর থেকে তাঁর পোশাক ছিঁড়ে অর্ধনগ্ন হয়ে যান। লালগালিচায় আলোকচিত্রীদের সামনে হাঁটু গেড়ে বসে সজোরে চিৎকার করতে থাকেন ওই নারী। এ সময় দেখা যায়, তাঁর শরীরে ইউক্রেনের পতাকা আঁকা। পাশে ইংরেজিতে লেখা, ‘আমাদের ধর্ষণ বন্ধ করুন’। এ ছাড়া তাঁর শরীরজুড়ে রক্তের মতো লাল রঙের ছোপ রয়েছে।
পরে চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীর গায়ে কোট জড়িয়ে দিয়ে তাঁকে সরিয়ে দেন।
এমনিতেই এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান থিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ উপলক্ষে ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কেভেদারাভিসিয়াসের তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’–এর বিশেষ স্ক্রিনিং হয়েছে।