কিয়েভে একাধিক শক্তিশালী বিস্ফোরণ
ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ মঙ্গলবার ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমেও এ-সংক্রান্ত খবর এসেছে।
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলেছে, পুরো দেশ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে আছে।
বিস্ফোরণের শব্দগুলো ইউক্রেনের সক্রিয় থাকা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে এসেছে, নাকি আকাশপথে রাশিয়ার চালানো হামলা থেকে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে দেশটির নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ইউক্রেনীয়দের আকাশপথে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে বাজানো সতর্কসংকেত অগ্রাহ্য না করার জন্য অনুরোধ জানানো হয়েছে; একই সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহতে আজ ভোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে ইউক্রেনে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানী কিয়েভ ঘিরে কিয়েভ অঞ্চলটির অবস্থান।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুপক্ষের ড্রোনের আনাগোনা শনাক্ত করা হয়েছে। কিয়েভ অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনীয় সেনাদের হামলার জবাব দিচ্ছে রুশ বাহিনী। এই জবাবের অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকাজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালায় রাশিয়া।