জার্মানিতে ভোট চলছে, জরিপ কী আভাস দিচ্ছে
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হবে সন্ধ্যা ছয়টায়। ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মাথায় প্রাথমিক ফলাফল পাওয়া যাবে।
গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এই পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন হচ্ছে।
মধ্য ইউরোপের বড় দেশ জার্মানির এই নির্বাচনকে এ মুহূর্তে ইউরোপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ইউরোপে কট্টর জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। জার্মানিতে কী হয়, সেটা দেখার বিষয়। আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরা ইউরোপীয় রাজনীতি নিয়ে নানা কথাবার্তা বলছেন, আস্ফালন করছেন। ফলে জার্মানিতে কারা ক্ষমতায় আসছে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জার্মানিতে নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু দলীয় কোনো মিছিল-মিটিং হয়নি। মাইকের ব্যবহার ছিল না। ছিল না পথসভা, হইহুল্লোড়। কোনো হাঙ্গামাও হয়নি।
নির্বাচন নিয়ে যা হয়েছে, তা হলো, দেশজুড়ে নির্ধারিত জায়গায় বা বিলবোর্ডে দলের ও প্রার্থীদের ছবি বা বক্তব্যসংবলিত পোস্টার এবং পত্রপত্রিকা ও টেলিভিশনে দলীয় বিজ্ঞাপন।
জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন রোববারে নির্বাচন হওয়াটাই রেওয়াজ। সুতরাং, নির্বাচনের খাতিরে বাড়তি ছুটি বরাদ্দ নেই।
জার্মানির নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্ব হলো নির্বাচনী প্রশাসনের। এই প্রশাসন ভোটারদের বাড়িতে ছয় সপ্তাহ আগেই নির্বাচনী এলাকার নাম, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোট দেওয়ার সময়সহ কার্ড পাঠিয়ে দেয়।
জরিপ বলছে, এবারও কোনো একক দল ক্ষমতায় আসতে পারবে না। জার্মানিতে আবার জোট সরকার হতে যাচ্ছে।
নির্বাচনে সহায়তার জন্য এই প্রশাসন জার্মানিজুড়ে ছয় লাখ স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। অবৈতনিক বা নামমাত্র সম্মানীপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা নির্বাচনের দিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
ভোটাররা তাঁদের কাছে পাঠানো নির্বাচনী কার্ড ও পরিচয়পত্র নির্বাচনী স্বেচ্ছাসেবীদের দেখিয়ে ভোট দিতে পারছেন। ভোটাররা প্রত্যেকে দুটি ভোট দিতে পারবেন। একটি ভোট প্রার্থীকে, অপরটি দলকে।
স্বেচ্ছাসেবীরাই ভোট গণনাসহ সব কাজ সম্পন্ন করে নির্বাচনের ফলাফল স্থানীয় নির্বাচন প্রশাসনিক দপ্তরে পাঠিয়ে দেবেন। কোনো দল মোট ভোটের ৫ শতাংশ না পেলে তার পার্লামেন্টে যাওয়ার সুযোগ নেই।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ভোটের প্রাথমিক ফলাফল টেলিভিশন বা অন্যান্য সংবাদমাধ্যমে দেখানো হবে।
জার্মানির ফেডারেল পরিসংখ্যান অফিস জানিয়েছে, প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে মোট ভোটার প্রায় ৫ কোটি ৯২ লাখ। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। আর পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ।
এবারের নির্বাচনে জার্মান পার্লামেন্টের ৬৩০টি আসনের জন্য ২৯টি দল মোট ৪ হাজার ৫০৬ প্রার্থী দিয়েছে।
চার বছর আগে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের নেতা আঙ্গেলা ম্যার্কেল (সাবেক চ্যান্সেলর) ক্ষমতা থেকে সরে যান। পরে নির্বাচনে জয়লাভ করেন সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা ওলাফ শলৎজ। তিনি গঠন করেন তিনদলীয় জোট সরকার।
এবার নির্বাচনের আগের জরিপগুলোয় দেখা যাচ্ছে, সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দল। এরপর কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল। তারপর রয়েছে ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল। চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।
জরিপ বলছে, এবারও কোনো একক দল ক্ষমতায় আসতে পারবে না। জার্মানিতে আবার জোট সরকার হতে যাচ্ছে।
নির্বাচনী জরিপের হিসাবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলটির নেতা ফ্রিডরিখ মের্ৎসকে সম্ভাব্য চ্যান্সেলর হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের আগের জরিপগুলোয় দেখা যাচ্ছে, সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দল। এরপর কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল। তারপর রয়েছে ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল। চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।
এবারের নির্বাচনে বড় চমক জার্মানির কট্টর রক্ষণশীল ও অভিবাসীবিদ্বেষী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড (জার্মানির জন্য বিকল্প) দলটির জরিপে দ্বিতীয় অবস্থানে উঠে আসা।
নির্বাচনের আগের দিন গতকাল শনিবার বিভিন্ন দলের নেতাদের নিয়ে শেষ টিভি বিতর্ক হয়। টেলিভিশন চ্যানেল প্রো-সেভেন ও সাট ওয়ানে অংশ নেন সোশ্যাল ডেমোক্রেটিক দলর নেতা ওলাফ শলৎজ, পরিবেশবাদী সবুজ দলের নেতা রবার্ট হ্যাবেক ও অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড দলর নেত্রী অ্যালিস ভায়ডেল।
নির্বাচনের আগে এই টিভি বিতর্কে শিক্ষা থেকে শুরু করে বর্ণবাদ, জলবায়ু সুরক্ষা, আমলাতন্ত্র, প্রতিরক্ষা, পেনশনের মতো বিষয় নিয়ে আলোচনা ও তর্কবিতর্ক হয়। বিতর্কের আয়োজকেরা গতকাল পর্যন্ত সিদ্ধান্তহীন ভোটারদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চেয়েছিলেন।
এদিকে, কাল জার্মানিজুড়ে কট্টর রক্ষণশীল অভিবাসীবিরোধী অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড দলর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
নির্বাচনের ১ দিন আগে গতকাল হামবুর্গে প্রায় ৪০ হাজার মানুষ জমায়েত হন। হামবুর্গ শহরের উইলি ব্রান্ড সড়কে জমায়েত হয়ে তাঁরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বার্লিন শহরের কেন্দ্রের ফ্রিড্রিখস্ট্রাসেতে দুই পক্ষের বিক্ষোভ হয়। ১৫০ জন নব্যনাৎসির একটি মিছিলের বিরুদ্ধে প্রায় ১ হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা নব্যনাৎসিদের উত্থান ও তাঁদের নির্বাচিত না করার জন্য প্ল্যাকার্ড বহন করেন।
জার্মানির কট্টরবাদী অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড দলর নেত্রী অ্যালিস ভায়ডেলের সুইজারল্যান্ডের বাসভবনের সামনে গতকাল ১৫০ জন বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
নির্বাচনের আগের দিন প্রযুক্তি ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক আবার তাঁর নিজস্ব প্ল্যাটফর্মে জার্মানির কট্টরবাদী অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড দলটিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দলটির নেত্রী অ্যালিস ভায়ডেলের সঙ্গে কথোপকথনের অডিও শেয়ার করে বলেন, একমাত্র অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড দলই জার্মানিকে বাঁচাতে পারে।
জার্মানির অন্যান্য দলের রাজনীতিবিদেরা মাস্কের এই কর্মকাণ্ডকে নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন।