জন্মদিনে পুতিন পেলেন আস্ত এক ট্রাক্টর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার ৭০ বছরে পা রেখেছেন। জন্মদিনে পুতিন অদ্ভুত একটি উপহার পেয়েছেন। আর সেটি হলো একটি ট্রাক্টর। খবর বিবিসির।
পুতিনকে এমন উপহার দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো। বেলারুশের ট্রাক্টর বেশ বিখ্যাত। সেন্ট পিটার্সবার্গ সফরে গিয়ে লুকাশেঙ্কো উপহারের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের নেতাদের সঙ্গে আলোচনার আয়োজন করেন। ইউক্রেনের সঙ্গে তুমুল যুদ্ধের মধ্যেই এমন আয়োজন করেন পুতিন।
এ সপ্তাহে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে পুতিন এসব অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল হিসেবে অভিহিত করেছেন। তবে দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিনের জন্মদিনে মিত্ররা তাঁকে উপহার দেন ও প্রশংসিত করেন।
লুকাশেঙ্কোও পুতিনের এমন একজন মিত্র। তিনি ভ্লাদিমির পুতিনের চেয়েও বেশি সময় ধরে বেলারুশ শাসন করছেন। ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। বেলারুশেও পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে।
তবে বন্ধু লুকাশেঙ্কোর কাছ থেকে বেলারুশের তৈরি এমন বড় ট্রাক্টর উপহার পেয়ে পুতিন খুশি হয়েছেন কি না, তা জানা যায়নি। গত কয়েক বছরে পুতিনকে প্রায়ই ট্রাক্টরে চড়ে দেখা গেছে। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমুন পুতিনকে তরমুজ ও বাঙ্গির পাহাড় উপহার দেন।
রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিআর্চ কিরিল রাশিয়ায় স্বচ্ছতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা জোরদার করা ও জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার জন্য পুতিনের প্রশংসা করেন।
পুতিনের মতোই আন্তর্জাতিকভাবে একঘরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জন্মদিনে পুতিনকে অভিননন্দন জানান।
যুক্তরাষ্ট্রের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করায় তিনি পুতিনের প্রশংসা করেন।
তবে বিরোধীরা জন্মদিনেও পুতিনের সমালোচনা করতে ছাড়েননি। বিরোধীরা পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন। পুতিন নিজের দেশ ধ্বংস করে আরেক দেশ ধ্বংস করছেন বলে সমালোচনা করেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ পুতিনকে প্রত্যাখ্যান ও যুদ্ধে অংশগ্রহণ না করতে রাশিয়ার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। রেজনিকভ বলেছেন, পুতিন সেনাদের সঙ্গে দাঁড়িয়ে থাকার বদলে বাঙ্কারে লুকিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ লুকাশেঙ্কোর এমন উপহারকে প্রতীকী হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, এই ট্রাক্টর ইউক্রেনে রাশিয়ার হামলা প্রতিরোধের প্রাথমিক প্রতীক। কারণ পরিত্যক্ত সামরিক যানগুলোকে ইউক্রেনের কৃষকদের ট্রাক্টর দিয়ে টেনে নিয়ে যেতে দেখা গেছে।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বিক্ষোভকারীরা জন্মদিনে পুতিনের একটি বিদ্রূপাত্মক মূর্তি তৈরি করেছেন। তাতে পুতিনকে নগ্ন সম্রাটের বেশে স্বর্ণের তৈরি কমোডে বসে থাকতে দেখা গেছে।