ইউক্রেন সংকটের মূলোৎপাটনের কোনো বিকল্প নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভছবি: এএফপি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন সংকটের মূলোৎপাটনের কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের সময় পুতিন এ বিষয়ে আলোচনা করেছেন।

বুধবার রাশিয়ার রাজধানীতে মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ এ কথাগুলো বলেন। ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকের বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বৈঠকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বৈঠকে এ বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।’

সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, সর্বোপরি এর মানে হলো ইউক্রেনকে ন্যাটোতে টেনে নিয়ে বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তার জন্য যে হুমকি তৈরি হয়েছিল, তা দূর করা। যদিও বর্তমানে ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। কিন্তু ২০০৮ সালে ন্যাটোতে যোগ দেওয়ার কথা ছিল ইউক্রেনের।

অপর দিকে রাশিয়া বারবার বলে আসছে, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে ন্যাটোর যুক্তি হলো প্রতিটি দেশেরই যেকোনো জোটে যোগ দেওয়ার অধিকার আছে।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তিন বছর আগে রাশিয়া ইউক্রেন সর্বাত্মক হামলা চালানোর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিয়েছেন। তবে ইউক্রেন কিংবা ইউরোপের দেশগুলোর কাউকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

আরও পড়ুন