অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’
‘ব্রেন রট’ শব্দবন্ধকে অক্সফোর্ডের ২০২৪ সালের বর্ষসেরা শব্দ ঘোষণা করা হয়েছে। ভোটাভুটির মাধ্যমে শব্দটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অন্তঃসারশূন্য আধেয় (কনটেন্ট) দেখার প্রবণতা নিয়ে উদ্বেগের মধ্যেই শব্দটি বর্ষসেরা নির্বাচিত হলো।
বর্ষসেরা শব্দ নির্বাচনে ছয়টি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। বর্ষসেরা শব্দ নির্বাচনের ভোটাভুটিতে অংশ নেন ৩৭ হাজার মানুষ। গত রোববার নতুন বর্ষসেরা শব্দের ঘোষণা দেওয়া হয়।
এর আগে চারজনের একটি বিশেষজ্ঞ প্যানেল সংক্ষিপ্ত তালিকাটি তৈরি করে। বর্ষসেরা শব্দ ঘোষণা করার আগে ভোটাভুটি ও অন্যান্য বিশ্লেষণকে আমলে নেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
‘ব্রেন রট’ বলতে ব্যক্তির মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমিত অবনতির বিষয়টি বোঝানো হয়, বিশেষত তুচ্ছ বিষয়ের (বর্তমানের অনলাইন আধেয়) পেছনে মাত্রাতিরিক্ত সময় ব্যয়ের ফলে এমনটা হয় বলে মনে করা হয়।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বলেছে, অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের আধেয়র পেছনে মাত্রাতিরিক্ত সময় ব্যয়ের ফলে যে প্রভাব পড়ে, সে উদ্বেগ তুলে ধরতে ২০২৪ সালে এই পরিভাষা নতুন করে ব্যাপকতা পায়।
যদিও শব্দটি সম্প্রতি ব্যাপকভাবে পরিচিতি পায়, তবে এটি ১৮৫৪ সালে আমেরিকান প্রকৃতিবিদ, প্রাবন্ধিক, কবি ও দার্শনিক হেনরি ডেভিড থরোর ওয়াল্ডেনের প্রবন্ধগ্রন্থে প্রথম ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথোল বলেন, ‘ভার্চ্যুয়াল জীবনের অনুমিত ঝুঁকি এবং কীভাবে আমরা আমাদের অবসর সময় কাটাচ্ছি, সেটি তুলে ধরছে ব্রেন রট। এটি মানবিকতা ও প্রযুক্তি সম্পর্কে সাংস্কৃতিক আলাপে পরবর্তী সঠিক অধ্যায় বলে মনে হচ্ছে। বেশিসংখ্যক ভোটার যে পরিভাষাকে বেছে নিয়েছেন, এ বছর আমাদের পছন্দ হিসেবে অনুমোদন দিয়েছেন, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।’
ক্যাসপার বলেন, ‘জেন–জি ও জেন–আলফা যে ব্রেন রটের মতো শব্দকে গ্রহণ করেছে, সেটাকে আমার কাছে চমকপ্রদই মনে হচ্ছে। এই পরিভাষা যেসব ডিজিটাল আধেয়র প্রতি ইঙ্গিত করে, সেগুলো ব্যবহার ও নির্মাণের দায় বেশির ভাগ ক্ষেত্রেই এই দুই প্রজন্মের সদস্যদের ওপরই বর্তায়।’
সংক্ষিপ্ত তালিকার অন্য পাঁচটি শব্দের একটি হলো ‘ডিমিউর’। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শব্দটি সংযমী বা দায়িত্বশীল আচরণ বোঝাতে ব্যবহার করা হয়। ‘ডাইনামিক প্রাইসিং’ নামের একটি পরিভাষার ব্যবহারও বেড়েছে, যেখানে চাহিদার ওপর ভিত্তি করে পণ্য বা পরিষেবার দামে তারতম্য হয়।
সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘লোর’ শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বিষয়সম্পর্কিত তথ্য ও পটভূমি বোঝানো হয়। ‘রোমান্স’ ও ‘ফ্যান্টাসি’ শব্দ দুটির সমন্বয়ে গঠিত ‘রোমান্ট্যাসি’ শব্দটিও ছিল এ তালিকায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি নিম্নমানের অনলাইন আধেয় বোঝাতে ব্যবহৃত ‘স্লপ’ শব্দটিও সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়।