ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে জাতিসংঘ

ক্ষেপণাস্ত্র হামলার পর চলছে উদ্ধার তৎপরতা। রোজা, খারকিভ, ইউক্রেন, ৫ অক্টোবর
ছবি: রয়টার্স

ইউক্রেনের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জনের মৃত্যু ঘটনা তদন্তে মাঠপর্যায়ের একটি দল নিয়োজিত করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয়। গতকাল শুক্রবার খারকিভ অঞ্চলের রোজা নামের ওই গ্রামে ওএইচসিএইচআরের এ তদন্ত দল নিয়োজিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার গ্রামটির লোকজন ইউক্রেনীয় এক সেনার শেষকৃত্যে যোগ দিতে এক জায়গায় জড়ো হয়েছিলেন। এমন সময় সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়

ওএইচসিএইচআর বলছে, রাশিয়া এ হামলার পেছনে থাকতে পারে। তবে এখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে কোনো একক হামলায় এত বেশিসংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ঘটনায় খারকিভ অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ওএইচসিএইচআরের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার ভলকার তুর্ক এ হামলার ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন এবং এর নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে আনুষঙ্গিক তথ্য সংগ্রহের জন্য সেখানে মাঠপর্যায়ের একটি দল নিয়োজিত করেছেন।

আরও পড়ুন

ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর আগে রোজা নামের ওই গ্রামে প্রায় ৩০০ অধিবাসী ছিলেন। এখন তা কত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওএইচসিএইচআরের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জানান, তাঁরা এরই মধ্যে হামলায় নিহত ৩৫ জনের নাম জানতে পেরেছেন। তাঁদের মধ্যে ১৯ নারী, ১৫ পুরুষ ও ৮ বছরের এক ছেলেশিশু রয়েছে।

আরও পড়ুন