মস্কো ও ক্রিমিয়ায় হামলার চেষ্টা ইউক্রেনের, ১৩টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
মস্কো এবং দখলকৃত ক্রিমিয়ায় হামলার উদ্দেশ্যে পাঠানো ১৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরের কাছে দুটি ড্রোন ধ্বংস করেছে বিমানবাহিনী। ৯টি ড্রোন আটকে দেওয়ার পর সেগুলো কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে।
মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে মস্কো অঞ্চলের ওদিনৎসোভো জেলায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আজ চালকবিহীন বিমান ব্যবহার করে কিয়েভ সরকারের চালানো সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে।’ এ হামলার কারণে কোনো প্রাণহানি হয়নি বলেও নিশ্চিত করেছে তারা।
মে মাসের শুরুর দিকে ক্রেমলিনে একটি ড্রোন ধ্বংস করার পর থেকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বেড়েছে। মে মাসের শেষের দিকে মস্কোর বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।
চলতি মাসের শুরুর দিকে মস্কোর একটি বাণিজ্যিক এলাকায় তিন দিনে দুবার হামলা হয়েছে।
রাশিয়ার এলাকাগুলোতে কারা হামলা চালিয়েছে, তা নিয়ে ইউক্রেন সাধারণত মন্তব্য করে না। তবে দেশটির কর্মকর্তারা এসব হামলা নিয়ে প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করে থাকেন।
গত মে মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।