লো পেনের মুক্তি চান ট্রাম্প–মাস্করা
ফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেনের মুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ধনকুবের ইলন মাস্ক। ফ্রান্সের একটি আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে লো পেন দোষী সাব্যস্ত হওয়ায় ২০২৭ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে তাঁর পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সমর্থন জানিয়েছেন।
ট্রাম্প নিজের মামলাগুলোকে প্রায়ই বামপন্থীদের কারসাজি বলে মন্তব্য করে থাকেন। ফ্রান্সের ন্যাশনাল র্যালি (আরএন) দলের প্রধান লো পেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে ট্রাম্প মন্তব্য করেছেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, লো পেনের বিরুদ্ধে উইচ হান্টের বিষয়টি ইউরোপীয় বামপন্থীদের বাক্স্বাধীনতা হরণ করার ও রাজনৈতিক বিরোধীদের সেন্সর করার আরেকটি উদাহরণ।
জেডি ভ্যান্সের পক্ষ থেকেও ডানপন্থী দলগুলোকে ক্ষমতার বাইরে রাখতে গণতান্ত্রিক উপায়ের অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে ইউরোপজুড়ে অতি ডানপন্থী নেতাদের সমর্থন দিয়ে যাওয়া ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের বার্তা শেয়ার করে লো পেনের মুক্তি দাবি করেছেন।