হারিয়ে যাওয়ার ৫২ বছর পর যুক্তরাজ্যে খোঁজ মিলল নারীর

ঘোলাটে এই ছবি দিয়েই পুলিশ শিলা ফক্সকে খুঁজে পেয়েছেছবি: ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের প্রকাশ করা ছবি

বহু বছরের পুরোনো একটি ছবি, দাগ পড়ে অনেকটাই আবছা হয়ে গেছে, ছবির মানুষটির চেহারা তেমন একটা বোঝা যায় না। সেই ছবি দিয়েই নিখোঁজ সংবাদ প্রকাশ করে ৫২ বছর আগে হারিয়ে যাওয়া এক নারীর সন্ধান পেয়েছে পুলিশ।

ওই নারীর নাম শিলা ফক্স। এখন তাঁর বয়স ৬৮ বছর। ১৯৭২ সালে কভেন্ট্রি থেকে তিনি নিখোঁজ হন। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর।

সে সময় তিনি বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। কর্মকর্তারা বলেছেন, ওই নারীর বিষয়ে সব সময়ই তাঁরা খোঁজখবর রেখেছিলেন। তাঁদের বিশ্বাস ছিল, তিনি হয়তো নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন।

গত রোববার ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ফক্সকে খুঁজে পেতে সাহায্য করার জন্য নতুন করে আবেদন করে। পুলিশের ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফক্সের একটি ছবি দিয়ে তাঁর সন্ধান পেতে সাহায্যের আবেদন করা হয়। ছবিটি ফক্স যে সময় নিখোঁজ হয়েছিলেন, তার কাছাকাছি সময়ে তোলা।

আবেদনটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই সাড়া মেলে। সাধারণ মানুষদের মধ্যে কয়েকজন ফক্সের তথ্য নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল বুধবার পুলিশ কর্মকর্তারা ফক্স বেঁচে থাকার এবং সুস্থ থাকার খবর নিশ্চিত করেন। তাঁরা বলেন, ফক্স ইংল্যান্ডেরই অন্য একটি প্রান্তে বসবাস করছেন।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সবচেয়ে পুরোনো নিখোঁজ তদন্তগুলোর একটির সমাপ্তি ঘোষণা করছি।’

দীর্ঘ সময় ধরে সমাধান করতে না পারা মামলা নিয়ে তদন্তকারী দলের সদস্য ডিএস জেন শ বলেছেন, ‘আমরা যেসব প্রমাণ পেয়েছিলাম, তার প্রতিটি ধরে ধরে অনুসন্ধান করে শেষ পর্যন্ত শিলার একটি ছবি জোগাড় করতে সক্ষম হই। নিখোঁজ হওয়া প্রতিটি ব্যক্তির জীবনের একটি গল্প থাকে। তাঁদের সঙ্গে কী ঘটেছে, সেটা জানার অধিকার তাঁদের পরিবার এবং স্বজনদের রয়েছে। তাদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার অধিকারও।’