এবার রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা
কয়েক মাস ধরে রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য ইউক্রেনেকে দায়ী করেছে মস্কো। আজ শনিবার কিয়েভের দিকে আবার অভিযোগের আঙুল তুলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, রাশিয়ার নোভগোরোদ অঞ্চলে একটি বিমানঘাঁটিতে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে। এতে ওই ঘাঁটিতে আগুন ধরে যায়। একটি যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোভগোরোদ অঞ্চল রাশিয়ার উত্তর–পশ্চিমে অবস্থিত। হামলার ঘটনায় কেউ হতাহত হননি উল্লেখ করে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার জেরে উড়োজাহাজের পার্কিংয়ের জায়গায় আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুততার সঙ্গে ওই আগুন নিভিয়েছেন। এ ঘটনায় একটি যুদ্ধবিমানের ক্ষতি হয়েছে।
শনিবারই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের রাতে ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়ার বিমান বাহিনী। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে উপদ্বীপটিতে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দিন দিন এ হামলা বাড়ছে।
এর আগে গত শুক্রবার মস্কোয় একটি ড্রোন হামলা চালানো হয়। রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ধ্বংস করার পর সেটি একটি ভবনের ওপর পড়ে। এতে মস্কোর সব বেসামরিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
১৫টি রুশ ড্রোন ধ্বংসের দাবি
শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, আগের দিন রাতে রাশিয়ার ১৫টি ড্রোন ধ্বংস করেছে তারা। টেলিগ্রামে এক পোস্টে তারা জানায়, রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে হামলার জন্য ১৭টি ড্রোন পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্যে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ও শাহেদ-১৩১ ড্রোন ছিল। এর মধ্যে ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে অন্য দুটি ড্রোনের কী হয়েছে, তা জানানো হয়নি।
কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য সরবরাহের একটি চুক্তি থেকে সরে আসার পর এ অঞ্চলে হামলা বাড়িয়েছে রাশিয়া। পাল্টা হামলা চালাচ্ছে কিয়েভও। গতকাল শুক্রবার রুশ বাহিনী জানিয়েছে, মস্কো ও কৃষ্ণসাগরে রাশিয়া নৌবহর লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে তারা।