২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউক্রেন অভিযান যে সফল হবে, তাতে কোনো সন্দেহ নেই: রাশিয়া

দিমিত্রি পেসকভ
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এতে প্রায় ধসে পড়েছে দেশটির বিদ্যুৎ-ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ক্রেমলিন বলছে, ইউক্রেন অভিযানে রাশিয়া সফল হবে—এমনটাই বিশ্বাস তাদের।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরসঙ্গী হিসেবে গতকাল বুধবার আর্মেনিয়ায় ছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সেখানে তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ভবিষ্যৎ ও সফলতা নিয়ে কোনো সন্দেহ নেই।

পেসকভের এই মন্তব্যের আগে রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ’ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় পার্লামেন্টে। এ নিয়ে অবশ্য কিছু বলেননি ক্রেমলিনের মুখপাত্র। তবে মুখ খুলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, ‘আমি ইউরোপীয় পার্লামেন্টকে মূর্খতার পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার প্রস্তাব জানাচ্ছি।’

এদিকে গতকালও ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিদ্যুৎ-সংশ্লিষ্ট অবকাঠামোগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বুধবার খারকিভে হামলায় দুজন নিহত হয়েছেন। এদিন হাসপাতালের এক প্রসূতি ওয়ার্ডে ক্ষেপণাস্ত্র হামলায় এক নবজাতক নিহত হয়েছে।