তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার দ্বিতীয় দফার ভোট চলছে।
স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে।
আজ সন্ধ্যার দিকে ভোটের ফলাফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় দফার এই ভোটে মুখোমুখি হয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বিরোধী নেতা কেমাল কিলিচদারওলু।
রয়টার্সের খবরে বলা হয়, আজকের ভোটের মধ্য দিয়ে তুরস্কের শাসনভার আরেক মেয়াদের জন্য এরদোয়ান হাতে যেতে পারে।
১৪ মে তুরস্কে প্রথম দফার ভোট হয়। এই ভোটে নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। তাই নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।
প্রথম দফায় এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছিলেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। অর্থাৎ, প্রথম দফায় এরদোয়ান তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৫ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন।
প্রথম দফার ভোটে তৃতীয় হন কট্টর জাতীয়তাবাদী রাজনীতিক সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ১৭ শতাংশ ভোট। তিনি দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানকে সমর্থন দিয়েছেন।
দেশটির জরিপকারী প্রতিষ্ঠান কোন্ডার জরিপে দেখা গেছে, দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানের পক্ষে ৫২ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। কেমালের পক্ষে রয়েছে ৪৭ দশমিক ৩ শতাংশ সমর্থন।