দলের ভরাডুবির মধ্যে নিজ আসন রক্ষা করলেন সুনাক
নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাধিক মন্ত্রীসহ অনেক ওজনদার প্রার্থী আসন হারিয়েছেন। এমন বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে নিজের আসনটি রক্ষা করতে পেরেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী লেবার পার্টি। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরাজয় মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক।
রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালারটন আসনের পার্লামেন্ট সদস্য সুনাক। একসময় আসনটি তাঁর জন্য সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হতো। তবে এবারের নির্বাচনে আসনটি ধরে রাখা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন বলে খবর বের হয়। শেষ পর্যন্ত সুনাক তাঁর আসনে জিতে নিজের মুখ রক্ষা করেছেন।
আসনটির নিবন্ধিত ভোটার ৭৩ হাজার ৮৮৮। ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ।
সুনাক ২৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন। অর্থাৎ তিনি ৪৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। গত নির্বাচনের চেয়ে এবার তাঁর ভোটপ্রাপ্তি ১৫ দশমিক ৮ শতাংশ কম।
আসনটিতে সুনাকের প্রধান প্রতিপক্ষ লেবার পার্টির প্রার্থী টম উইলসন। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৭৪ ভোট। তাঁর ভোটপ্রাপ্তির হার ২২ দশমিক ৪ শতাংশ।
গতবারের চেয়ে এবার তাঁর ভোট বেড়েছে ৬ শতাংশ। সাধারণ নির্বাচনে নিজ দল কনজারভেটিভ পার্টির পরাজয় সুনাক মেনে নিয়েছেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে টানা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির অনেক ওজনদার প্রার্থী এবারের নির্বাচনে হেরেছেন। কনজারভেটিভ পার্টির পরাজিত প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী আছেন।