২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ক্রিমিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান ও মার্কিন ড্রোন মুখোমুখি

রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমান
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিমান পাঠিয়ে অধিকৃত ক্রিমিয়ার আকাশে দুটি মার্কিন ড্রোনকে প্রতিহত করেছে রাশিয়া। গতকাল সোমবার মস্কোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টে জানায়, রাশিয়ার সীমান্তসংলগ্ন ক্রিমিয়ার আকাশে গতকাল দুটি মার্কিন ড্রোন শনাক্ত করা হয়। এরপর ড্রোন দুটিকে প্রতিহত করতে দ্রুত দুটি যুদ্ধবিমান পাঠানো হয়। এর একটি রিপার এবং অন্যটি গ্লোবাল হক ড্রোন ছিল।

পোস্টে আরও বলা হয়, রাশিয়ার যুদ্ধবিমানের উপস্থিতি বুঝতে পেরে মার্কিন ড্রোন দুটি গতিপথ বদলে ফেলে। পরে ওই এলাকা ছেড়ে চলে যায়।

ইউক্রেনের বিরুদ্ধে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। সেই থেকে ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন ও রাশিয়ার যুদ্ধবিমানের মধ্যে এমন ঘটনা বেড়েছে। গত রোববার কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন ড্রোন রুশ সীমায় ঢুকে পড়েছিল। মস্কো জানিয়েছে, রুশ যুদ্ধবিমান গিয়ে মার্কিন ওই ড্রোন তাড়িয়ে দিয়েছে।