মাঁখোকে সেতার, ব্রিজিতকে সিল্কের শাড়ি উপহার দিলেন মোদি

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে চন্দনকাঠের তৈরি একটি সেতারের রেপ্লিকা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাষ্ট্র কিংবা সরকারপ্রধানেরা বিদেশ সফরে গেলে সেই দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের জন্য উপহার নিয়ে যান। দেশে আসা বিদেশি অতিথিদেরও নানা উপহার দেওয়া হয়। এটাই কূটনৈতিক শিষ্টাচার ও রেওয়াজ।

বাস্তিল দিবসের কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নিতে ফ্রান্স সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর জন্য এ সফরে মোদি কী উপহার নিয়ে গিয়েছিলেন, তা নিয়ে চলছে আলোচনা।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এবারের ফ্রান্স সফরে মোদির নিয়ে যাওয়া প্রতিটি উপহারে ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া ছিল। ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে ভারতীয় বাদ্যযন্ত্র সেতারের একটি রেপ্লিকা উপহার দিয়েছেন মোদি। এটি চন্দনকাঠের তৈরি। দক্ষিণ ভারতের প্রাচীন কারুকাজে শোভিত সেতারটিতে সরস্বতী ও গণেশের প্রতিকৃতি রয়েছে। সেই সঙ্গে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূরের প্রতিকৃতি।

আরও পড়ুন

ফার্স্ট লেডি ও মাখোঁপত্নী ব্রিজিতের জন্য মোদির উপহার ছিল ঐতিহ্যবাহী ভারতীয় সিল্কের শাড়ি। তেলেঙ্গানা রাজ্যের পচামপল্লিতে বানানো হয়েছে শাড়িটি। চন্দনকাঠের তৈরি কারুকাজশোভিত একটি বাক্সে ভরে বেগুনি রঙের সিল্ক শাড়িটি ব্রিজিতের হাতে তুলে দেন মোদি।

শুধু মাখোঁ দম্পতি নয়, ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নিসহ দেশটির বিভিন্ন নেতার জন্যও উপহারের ডালা নিয়ে ফ্রান্সে যান মোদি। ফ্রান্সের প্রধানমন্ত্রীর জন্য মোদির উপহার ছিল মার্বেল পাথরে ভারতীয় মোটিফ খোদাই করা আকর্ষণীয় একটি টেবিল। এটি বানাতে রাজস্থানের অতি উন্নত মানের মার্বেল ব্যবহার করা হয়েছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা দামি পাথর যুক্ত করা হয়েছে এতে।

ফরাসি পার্লামেন্টের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভেতকে একটি কার্পেট উপহার দিয়েছেন মোদি। হাতে বোনা সিল্কের তৈরি নরম ও কারুকাজময় এই কাশ্মীরি কার্পেট বিশ্বজুড়ে জনপ্রিয়।

ফ্রান্স সফরে ফরাসি ফার্স্ট লেডি ও মাখোঁপত্নী ব্রিজিত এবং দেশটির অন্য নেতাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়ে যাওয়া উপহার
ছবি: টুইটার থেকে নেওয়া

ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চেরের জন্য ছোট একটি হাতির ভাস্কর্য নিয়ে গেছেন মোদি। কারুকাজময় এ ভাস্কর্য চন্দনকাঠের তৈরি।

এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে বাস্তিল দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নিতে দুই দিনের সফরে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছান মোদি। ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতে এক দিনের রাষ্ট্রীয় সফর করবেন তিনি।