কসোভোয় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের খাল, সার্বিয়ার বিরুদ্ধে অভিযোগ
ইউরোপের দেশ কসোভোয় গতকাল শুক্রবার একটি বিস্ফোরণের ঘটনায় প্রধান দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহের খাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আলবিন কুরতি বলেছেন, এটা প্রতিবেশী সার্বিয়ার পক্ষ থেকে ‘সন্ত্রাসী হামলা’।
এক সংবাদ সম্মেলনে আলবিন কুরতি বলেন, ‘আমাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার জন্য এই বিস্ফোরণ একটি “অপরাধমূলক ও সন্ত্রাসী হামলার” ঘটনা।’
কসোভোর প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘পেশাদার ব্যক্তিদের দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা বিশ্বাস করছি, সার্বিয়া থেকে পরিচালিত গ্যাং সদস্যরাই এটা ঘটিয়েছে।’
শুক্রবার কসোভোর সংকটপূর্ণ উত্তরাঞ্চলের জুবিন পোটোক শহরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানকার একটি খাল ক্ষতিগ্রস্ত হয়। ওই খাল দিয়ে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের চুল্লি শীতল করার কাজে পানি সরবরাহ করা হয়। আর কসোভোয় চাহিদার বেশির ভাগ বিদ্যুতের জোগান দেয় ওই দুই কেন্দ্র।
বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি প্রধানমন্ত্রী আরবিন কুরতি। তবে বলেছেন, এটা দ্রুত মেরামত করা না গেলে কসোভোর একটি অংশ শনিবার সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে যেতে পারে।
কসোভোর ‘স্পর্শকাতর অবকাঠামোয় এই হামলার’ তুমুল সমালোচনা করেছে দেশটির মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে এই সমালোচনা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে এএফপির পক্ষ থেকে সার্বিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কসোভো ও সার্বিয়ার মধ্যে ঐতিহাসিক বিরোধ রয়েছে। এমনকি ২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করলেও সেটা এখনো স্বীকার করে নেয়নি পাশের দেশ সার্বিয়া।