বার্লিনে নব্য নাৎসিদের সমাবেশ

জার্মানির বার্লিনে নব্য নাৎসিদের মিছিলছবি: রয়টার্স

জার্মানির বিভিন্ন শহরে গতকাল শনিবার নব্য নাৎসিরা বিক্ষোভ মিছিল করেছেন। সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে বার্লিন শহরে। বার্লিনের পুলিশ জানিয়েছে, গত শুক্রবার নব্য নাৎসিদের বিক্ষোভ পূর্বনির্ধারিত স্থান ওস্টারক্রয়েজে সমাবেশের আয়োজনটি নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ফ্রিডরিখশাইনের রাস্তা দিয়ে পরিকল্পিত নব্য নাৎসিদের মিছিলের রাস্তায় মোট ১৫টি পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নাৎসিবিরোধী দুই হাজার বিক্ষোভকারী রাস্তা অবরোধ করেন, তাঁদের ঘেরাও করে রাখেন।

বার্লিনের পুলিশ আরও জানিয়েছে, ৮৫০ জন নব্য নাৎসি বিক্ষোভকারীর বিরুদ্ধে প্রায় দুই হাজার মানুষ গতকাল বার্লিনের রাস্তায় বিক্ষোভ করেন। এ ছাড়া ‘আইন ও শৃঙ্খলার পক্ষে, বামপন্থী চরমপন্থা ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে’ শিরোনামে আয়োজিত এই সমাবেশ থেকে পুলিশ বেশ কয়েকজন অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিধিনিষেধ অমান্য করে মুখ ঢেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ ছাড়া তাঁরা একজন সাংবাদিককে আক্রমণ করে তাঁকে শ্বাসরোধের চেষ্টা করেন। মিছিল থেকে বোতল নিক্ষেপের ঘটনাও ঘটে।

শুক্রবারের এ বিক্ষোভ ঠেকাতে দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জার্মান ফেডারেল পুলিশ জানিয়েছে, তারা বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। সংঘর্ষের সময় ১১ জন পুলিশ সদস্য আহত হন। গতকাল বার্লিনে পাল্টাপাল্টি বিক্ষোভ থেকে পুলিশ ৮০ জনকে গ্রেপ্তার করেছে।