রাশিয়ায় আরও সেবা সুবিধা বন্ধ করছে গুগল

ইউটিউব
ছবি : রয়টার্স

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের ইউটিউব ও গুগল প্লে–স্টোর রাশিয়ায় তাদের সব পেমেন্টভিত্তিক সেবাগুলো বন্ধ করছে। এসব সেবার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে সব ধরনের সাবসক্রিপশনভিত্তিক সেবাগুলো। খবর রয়টার্সের।

ইউক্রেনে রুশ সেনাদের হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে অ্যালফাবেট এ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ায় ব্যাংকিং খাতে সমস্যা তৈরি হয়েছে।

গুগল ও ইউটিউব আগেই রাশিয়ায় অনলাইন বিজ্ঞাপন সেবা বন্ধ করে দিয়েছে। এর আগে টুইটার ও স্ন্যাপ কর্তৃপক্ষও দেশটিতে বিজ্ঞাপনসেবা স্থগিত করার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, রাশিয়ায় ইউটিউবের ক্ষেত্রে সব ধরনের মনিটাইজেশন ফিচার স্থগিত করা হচ্ছে। এর মধ্যে ইউটিউব প্রিমিয়াম, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট ও মার্চেন্ডাইজের মতো ফিচারগুলো থাকছে। অবশ্য গুগল প্লে–স্টোরের বিনা মূল্যের অ্যাপগুলো রাশিয়ায় চালু থাকছে।