ফ্রান্সে টিকা বিরোধিতাকারী আইনপ্রণেতা মারা গেলেন করোনায়

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ফ্রান্সের আইনপ্রণেতা জোসে এভারার্ড, যিনি করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছিলেন, তিনি এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ফ্রান্সে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার বিরোধিতা করেছিলেন এভারার্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফ্রান্সের কট্টোর ডানপন্থী একটি দলের নেতা তিনি। তবে এটা ঠিক পরিষ্কার নয়, এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি।

এভারার্ডের মৃত্যুর পর তাঁর পরিবার, সন্তান, আত্মীয়স্বজনের প্রতি শোক জ্ঞাপন করে এক টুইট বার্তা দিয়েছেন পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড।

নর্দান ফ্রান্সের পাস–ডি–ক্যালাইস অঞ্চলের আইনপ্রণেতা এভারার্ড। তাঁর দলের নাম ডেবু লা ফ্রান্স। এ ছাড়া নিকোলাস ডুপন্ট–এনিওর প্রতিষ্ঠাতা তিনি। ফ্রান্সে যে সংগঠনগুলো করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন এটি।

এর আগে গত বছরের অক্টোবরে ফ্রান্সের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে তদন্ত করতে। এতে যাঁরা সই করেছিলেন, তাঁদেরও একজন এভারার্ড।