প্রতিবেশী তিন দেশ সফর করবেন সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংফাইল ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে সফর শুরু করবেন। এ বছর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। তাঁর লক্ষ্য চীনের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুসংহত করা। সি এমন এক সময় তাঁর এ সফর শুরু করছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের বাণিজ্য উত্তেজনা চলছে।

সি তাঁর সফরে ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়ায় যাবেন এবং ১৫ থেকে ১৮ এপ্রিল কম্বোডিয়ায় যাবেন। গতকাল শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। সিনহুয়া জানায়, এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বব্যাপী সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ১৪৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের শিকার চীন। ওয়াশিংটনের ক্ষতিকর বাণিজ্য শুল্কের ছায়ায় থাকা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বেইজিং।

সি ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে তিন দেশ সফর করছেন। এর আগে সর্বশেষ ৯ বছর আগে তিনি কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন।