২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের রেকর্ড যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান সামরিক মহড়া চালায়। এপ্রিল, ২০১৮
ছবি: রয়টার্স

তাইওয়ানের চারপাশের জলসীমায় গত শনিবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬টি চীনা যুদ্ধজাহাজ দেখা গেছে। স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যুদ্ধজাহাজের এ সংখ্যাকে রেকর্ড বলছে বেইজিং।

বিশ্লেষকেরা বলছেন তাইপের বিরুদ্ধে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভয়ভীতি দেখানোর এটি সর্বশেষ পদক্ষেপ।

এর আগে গত সপ্তাহে তাইওয়ান প্রণালির মাঝ বরাবর ও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের ওপর দিয়ে চীনের বেশ কয়েকটি যুদ্ধবিমান মহড়া দেয়।

গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ৭২ ঘণ্টার বেশি সময়ের মধ্যে তাইওয়ান প্রণালির মাঝবরাবর দিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির ৭৩টি উড়োজাহাজ উড়ে যায়। প্রণালির মাঝবরাবর অংশটি কাল্পনিক একটি সীমানা, যা বেইজিং স্বীকার করে না। একই সময়ে পরপর তিন দিন তাইওয়ানের চারপাশের জলসীমায় পিএলএর নয়টি যুদ্ধজাহাজ দেখা গেছে।

২০২২ সালের আগস্ট থেকে স্বশাসিত দ্বীপ তাইওয়ান চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত হালনাগাদ তথ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টায় চীনের ১৬টি জাহাজের উপস্থিতি এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যা।

হাওয়াইভিত্তিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের অপারেশনের সাবেক পরিচালক কার্ল শুস্টার গতকাল সোমবার সিএনএনকে বলেন, এটি একটি ক্রমবর্ধমান সামরিক প্রয়াস। বেইজিং যে তার শক্তিসামর্থ্য বাড়িয়েছে, এ সামরিক অভিযানগুলো সেই ইঙ্গিত দেয়।

চীনের গ্লোবাল টাইমস–এর খবরে বলা হয়, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গত রোববার নৌবাহিনীর তৎপরতার কথা উল্লেখ করে জানিয়েছে, এই অঞ্চলে মহড়ায় এতগুলো যুদ্ধজাহাজ মোতায়েন করে রেকর্ড গড়েছে পিপলস লিবারেশন আর্মি নেভি (পিএলএএন)।

গ্লোবাল টাইমস–এর খবরে বলা হয়, বিশ্লেষকেরা গত রোববার বলেন, সাম্প্রতিক মহড়া দ্বীপটিকে ঘিরে রাখতে পিএলএর সক্ষমতা প্রদর্শন করে।

তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা গ্লোবাল টাইমস–এর প্রতিবেদন, কোথাও তাইওয়ানের চারপাশের জলসীমায় পিএলএর যুদ্ধজাহাজের উপস্থিতির বিষয়ে বিস্তারিত জানায়নি।

পিএলএ তাইওয়ানের ওপর চাপ বাড়াতে থাকবে উল্লেখ করে কার্ল শুস্টার বলেন, ‘আমরা এ ধরনের মহড়া আরও দেখতে পাব।’