চীনে ব্যায়ামের সময় গাড়িচাপায় ৩৫ জন নিহত

চীনে একটি স্টেডিয়ামের বাইরে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেনছবি: রয়টার্স

চীনে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় জুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি এসইউভি গাড়ি চালিয়ে প্রতিবন্ধকতা ভেঙে জুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান একজন চালক। তাঁর নাম ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টন নিয়ে বিরক্ত ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটাতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে এখনো অনলাইনে কিছু ভিডিও রয়েছে। এতে অসংখ্য মানুষকে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। পথচারী ও প্যারামেডিকসরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, ছয় ব্যক্তি প্রাত্যহিক ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে।

চেন আরও বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি রয়েছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে।