চীনের একটি শহরে লকডাউনের পরিকল্পনা, ক্ষুব্ধ স্থানীয়রা
চীনের শানজি প্রদেশের পর্যটন শহর জিয়ানে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সেখানে লকডাউন দেওয়ার পরিকল্পনা করছে। এ তথ্য প্রকাশ পাওয়ার পর স্থানীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট দিয়ে তাঁরা ক্ষোভ ও উদ্বেগ জানাচ্ছেন।
জিয়ানে সম্প্রতি ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ চলতি সপ্তাহে একটি জরুরি পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনাকীর্ণ জায়গাগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। এই পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর জিয়ানের বাসিন্দারা খেপেছেন। অনেকে করোনাজনিত লকডাউনের কথা মনে করে অস্বস্তিতে ভুগছেন।
করোনা মহামারি শুরুর পর তা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছিল চীন। অন্য দেশগুলো বিধিনিষেধ তুলে নিলেও চীনে তা দীর্ঘদিন বহাল ছিল। এই বিধিনিষেধের কারণে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির চীনকে বেশ ভুগতেও হয়েছে। বিধিনিষেধের কড়াকড়ি দেশটির মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এ ক্ষোভ থেকেই চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ‘বিরল’ বিক্ষোভও হয়েছে। সম্প্রতি সে বিধিনিষেধগুলো প্রত্যাহার করা হয়েছে।
ইনফ্লুয়েঞ্জার কারণে লকডাউন দেওয়া হলে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছেন জিয়ানের বাসিন্দারা।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, আতঙ্ক ছড়ানোর কাজে সময় নষ্ট না করে জনগণকে টিকা দিন।
অপর একজন লিখেছেন, ‘এ রোগ সম্পর্কে জাতীয় পর্যায়ে কোনো নির্দেশনা দেওয়া ছাড়াই কাজ ও ব্যবসায়িক তৎপরতা বন্ধ রাখার যে প্রস্তাব জিয়ান কর্তৃপক্ষ দিয়েছে, তাতে জনগণের আতঙ্কিত না হওয়ার কি কোনো উপায় আছে?’