তাইওয়ান প্রণালিতে মার্কিন রণতরি, সতর্কতায় চীন

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
ছবি: টুইটার

চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। এতে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তবে এ ঘটনাকে রুটিন কার্যক্রম বলছে ওয়াশিংটন।

চীনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, মার্কিন রণতরি প্রণালি অতিক্রমের সময় উচ্চ সতর্ক অবস্থায় ছিল তারা। মার্কিন রণতরি আসায় আবার উত্তেজনা তৈরি হলো ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে।

গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের বিদায়ী স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এ সফরের পরই তাইওয়ানকে ঘিরে চীন-মার্কিন উত্তেজনা নতুন মাত্রা পায়।

সাম্প্রতিক বছরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও কানাডার মতো দেশেরও যুদ্ধজাহাজ বিতর্কিত এ জলসীমা পাড়ি দিয়েছে। চীন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কারণ, তাইওয়ান নিজেদের অংশ বলে মনে করে বেইজিং।

গত বৃহস্পতিবার মার্কিন রণতরি ‘ইউএসএস চুং-হুন’ তাইওয়ান প্রণালি অতিক্রমের ঘোষণা দেওয়ার পরই বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মার্কিন নৌবাহিনীর ঘোষণা আসার পর ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংগু বলেন, চীন এ ধরনের তত্পরতার বিরোধিতা করে।

সেই সঙ্গে তাইওয়ান প্রণালিতে ‘উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী ও প্ররোচণামূলক পদক্ষেপ’ অবিলম্বে বন্ধের আহ্বান জানায় বেইজিং।