হ্যাকিং নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার চীনের
চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে, তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, হ্যাকিং করে মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র (ওয়ার্কস্টেশন) এবং গোপন নয়, এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছে চীনের হ্যাকাররা। মার্কিন কর্মকর্তারা গত সোমবার এ দাবি করেছেন। ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটে। অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের ঘটনাটি সম্পর্কে অবহিত করতে একটি চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই পরিষেবা ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন।