চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনাম সফরে যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংফাইল ছবি: এএফপি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফরে যাচ্ছেন। আগামী সপ্তাহে তাঁর এ সফর হওয়ার কথা রয়েছে।

চীনের পরারাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, আগামী মঙ্গল ও বুধবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে অবস্থান করবেন সি চিন পিং। দুই দেশের মধ্যকার সম্পর্ক অনন৵ উচ্চতায় নিয়ে যেতে ভিয়েতনামের নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভিয়েতনাম সফর করেন।

এখন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের প্রাক্কালে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিশ্ব এখন পরিবর্তনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এতে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা বেড়েছে। এমন প্রেক্ষাপটে বন্ধুত্ব, ঐক্য ও সহযোগিতার বিকল্প নেই। তাই অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ভিয়েতনামে যাচ্ছেন প্রেসিডেন্ট সি।