বৃদ্ধ মা-বাবার জন্য সন্তানকে ব্যাংকে অর্থ রাখতে হবে
বৃদ্ধ বয়সে মা-বাবার দেখভালে অর্থনৈতিক নিশ্চয়তার জন্য নেপাল সরকার এক নতুন আইন চালু করতে যাচ্ছে। এই আইন অনুযায়ী, উপার্জনকারী সন্তানকে ষাটোর্ধ্ব মা-বাবার জন্য তাঁর আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে জমা দিতে হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা কুন্দন আরিয়ালের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মন্ত্রিপরিষদের বৈঠকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ সংশোধন করে একটি নতুন বিল উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পিটিআইকে আরিয়াল বলেন, এই বিলের মূল লক্ষ্য হলো বয়স্ক লোকজনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
নতুন বিধান অনুযায়ী, বৃদ্ধ বাবা-মায়ের নামে ব্যাংকে সন্তানদের তাঁদের আয়ের ৫ থেকে ১০ শতাংশ জমা রাখতে হবে।
আরিয়াল বলেন, এমন অনেক ঘটনা আছে, যেখানে সন্তানেরা অনেক ধনী হওয়া সত্ত্বেও বাবা-মাকে অবহেলা করেন। এ ধরনের আচরণকে নিরুৎসাহিত করতে বৃদ্ধ বাবা-মাকে আর্থিক নিশ্চয়তা দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সী মানুষকে সিনিয়র সিটিজেন বলা হয়।