বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন নাগরিক রয়েছে: পেন্টাগন
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও আফগানিস্তানের সাধারণ মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
জন কিরবি বলেন, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পশ্চিমা দেশগুলো বিমাবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও আফগানিস্তানের সাধারণ মানুষ হতাহত হয়েছেন।
কিরবি এক টুইটে বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি, আরও অন্তত একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি ঘটেছে ব্যারন হোটেলের কাছে।’
হোটেলটি অ্যাবে গেট থেকে ২০০ মিটার দূরে। ১৪ আগস্ট কাবুল থেকে বিদেশি ও আফগান নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হলে হোটেলটি পশ্চিমা দেশগুলোর নাগরিকদের স্টেজিং পয়েন্টে পরিণত হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে গোলাগুলি হয়েছে বলেও জানিয়েছে।
মন্ত্রণালয়টি কাবুলে থাকা নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর ও এর ফটকগুলো এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। অ্যাবে গেট, ইস্ট গেট ও নর্থ গেট থানা মার্কিন নাগরিকদের তাৎক্ষণিক সেই জায়গা ছেড়ে যেতে বলেছে।