তালেবান নেতা বারাদার ও সিআইএর পরিচালকের বৈঠক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার
ছবি: এএফপি

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে গেছে গত ১৫ আগস্ট। এরপর তালেবান সরকার গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু সেই সরকারকে কারা স্বীকৃতি দেবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুকে সামনে এনেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তালেবানকে সন্ত্রাসী বলেছেন। কিন্তু দৃশ্যপটে এসেছে নতুন ইস্যু। সূত্র বলেছে, তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। গত সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে হয়েছে এই বৈঠক। কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর সশস্ত্র সংগঠনটির কোনো শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম বৈঠক।

এ বৈঠকের বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে, কাবুল থেকে সেনা প্রত্যাহার ও মার্কিন নাগরিকদের প্রত্যাহার বিষয়টি নিয়ে বারাদারের সঙ্গে উইলিয়ামের বৈঠক হয়েছে।

প্রায় ১০ বছর নির্বাসন শেষে সম্প্রতি কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানে ফেরেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি তালেবানের সহপ্রতিষ্ঠাতা ছাড়াও সংগঠনটির উপপ্রধান। বিবিসির দেওয়া তথ্য অনুসারে, তালেবানের রাজনৈতিক শাখার প্রধানও তিনি। দোহায় তালেবান বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, সে কাজে জড়িত ছিলেন বারাদার। এ ছাড়া তালেবানের সরকার গঠন প্রক্রিয়াও তিনি এগিয়ে নিচ্ছেন।

সিআইএ পরিচালক এমন এক তালেবান নেতার সঙ্গে বৈঠক করলেন, যাকে গ্রেপ্তারে খোদ সিআইএ ও পাকিস্তান যৌথভাবে অভিযান চালিয়েছিল। এরপর বারাদারকে আট বছর কারাগারে থাকতে হয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলোচনা হয়েছিল, সেই আলোচনায় সংগঠনটির পক্ষে সমঝোতাকারী হিসেবে কাজ করেছেন তিনি।