তল্লাশির আগে সৌদির কনসাল জেনারেল হাওয়া
তুরস্কের ইস্তাম্বুলে নিযুক্ত সৌদি আরবের কনসাল জেনারেল গতকাল মঙ্গলবার রিয়াদের উদ্দেশে তুরস্ক ছেড়েছেন। তুর্কি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
সৌদির কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাবি রিয়াদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন।
সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনায় মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তুর্কি পুলিশের সম্ভাব্য তল্লাশির কয়েক ঘণ্টা আগে দেশ ছাড়েন তিনি।
মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তল্লাশি চালানো হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। ইতিমধ্যে তাঁর বাসভবনের বাইরে ব্যারিকেড দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সৌদির কনসাল জেনারেলের বাসভবনে মঙ্গলবার তল্লাশি চালানোর কথা থাকলেও এতে বিলম্ব ঘটছে।
তুর্কি কর্মকর্তারা জানান, যৌথ অনুসন্ধানের অংশ হিসেবে সৌদি আরবের কর্মকর্তাদের কনসাল জেনারেলের বাসভবনে উপস্থিত থাকার কথা ছিল। সেখানে কাউকে পাওয়া যায়নি।
সাংবাদিক খাসোগি বিয়ের নথিপত্র সংগ্রহের জন্য তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ২ অক্টোবর। এরপর আর তাঁকে দেখা যায়নি।
কনস্যুলেটের ভেতরে খাসোগিকে হত্যা করা হয়েছে বলে ধারণা তুরস্কের। তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে আসছে।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, খাসোগিকে জিজ্ঞাসাবাদের সময় হত্যা করা হয়েছে এবং এটি ভুল ছিল মর্মে সৌদি আরব স্বীকারোক্তি দিতে পারে।
খাসোগির অন্তর্ধানের বিষয়ে সৌদি আরবের বক্তব্য জানতে দেশটি সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।