সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’এর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২১ জানুয়ারি ২০২৫ছবি : এএফপি

চীনের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে চায় রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে এক ভিডিও কলে এ প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই পুতিন-সির এ ভার্চ্যুয়াল বৈঠক হয়। 

সিকে প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া-চীন ব্যাপক অংশীদারত্ব এবং কৌশলগত সহযোগিতার উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা প্রস্তাব দিতে চান তিনি। পরে ক্রেমলিনের পক্ষ থেকে এ-সংক্রান্ত ভিডিও উন্মুক্ত করা হয়েছে। 

পুতিন বলেন, ‘মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের ওপর ভিত্তিতে গঠিত, এর সঙ্গে আমি একমত। বৃহৎ শক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, সে সম্পর্কেও মতের মিল রয়েছে।’

পুতিন আরও বলেন, ‘আমরা বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস, সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে তুলি। এ সম্পর্ক স্বয়ংসম্পূর্ণ, দেশীয় রাজনৈতিক কারণ এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এবং রাশিয়াকে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো চীন ও রাশিয়ার মতো স্বৈরাচারীদের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এ কথা বলেন তিনি। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, তাঁর চুক্তি করা উচিত। চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।